বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর, ২০২৪

ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

প্রকাশঃ ১৭ অগাস্ট, ২০২৪ ১২:১৩:৫৪ | আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫৬:৩৫  |  ৩১৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ আছে।  এতে আটকা পরে বহু যানবাহন। 

 

শনিবার সকালে খাগড়াছড়ি - আলুটিলা সড়কের সাপমারা এলাকায়  এই ঘটনা ঘটে।

 

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ -পরিচালক মোহাম্মদ জাকের হোসেন  জানান,"পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।  এতে সারাদেশের সাথে সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের খাগড়াছড়ি মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছে। তবে এটা সরাতে সময় লাগবে। তিনি আরো বলেন,'সকাল থেকে মাটি সরানোর কাজ করেছে ফায়ার সার্ভিস।  তবে আমাদের জনবল কম থাকায় কাজ শেষ সময় লাগবে।সকাল ১০ টার সড়ক জনপদ বিভাগ কাজে যোগ দেয় বলে জানায় ফায়ার সার্ভিস। 

 

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন," ভোর মাটি ধসে যান চলাচল বিঘ্ন হয়। সড়কের উপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সাথে আমরাও যোগ দিয়েছি। এটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।"

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions