সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব'কে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।
শনিবার (১১ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে পানছড়ি পুরান বাজারে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
তাকে মুমূর্ষ অবস্থায় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিজয় দেব'র স্ত্রী বৃন্দা দেবী চাকমা জানান, রাতে মুখোশ পরিহিত ১০/১২জন বাসায় ঢুকে উনাকে(বিজয়) কুপিয়ে আহত করে। আমরা পানছড়ি হাসপাতাল থেকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসি।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: রাকিব উদ্দিন বলেন, আহতের পায়ে এবং হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পায়ের হাড়ও ভাঙ্গা। তাকে আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করেছি।