পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে শিক্ষার্থীদের দেয়াল আলপনা নানা কর্মযজ্ঞ অব্যাহত আছে। সকাল থেকে সদেরর কয়েকটি স্থানে দেয়ালে দেয়ালে গ্রাফিক্স করা হচ্ছে। শহরের মুক্ত মঞ্চ, আদালত সড়কসহ বিভিন্ন পয়েন্টে আঁকা হচ্ছে গ্রাফিতি। সেখানে বৈষম্য বিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে উঠছে।
এদিকে, ৩য় দিনের মতো করে আজও সড়কে শৃঙ্খলা ফেরাতে বৃষ্টি উপেক্ষা কাজ করছেন। শিক্ষার্থীদের পাশাপাশি রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহযোগিতা করছেন।
এছাড়া বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা মনিটরিং করবেন জানিয়েছেন শিক্ষার্থীরা।