পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে বুধবার বিকেলে খাগড়াছড়ি শহরে বিজয় উল্লাস ও সমাবেশ করেছে, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এই উপলক্ষে সর্বস্তরের কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এই সময় জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সা. সম্পাদক এম এন আফছার, সহ- সভাপতি নাসির আহম্মেদ চৌধুরী ও মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম- সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা যুবদল সভাপতি মাহাবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি বিদর্শী বড়ুয়াসহ অঙ্গ সংগঠেনর জেলা- উপজেলা- পৌর শাখার সভাপতি- সা. সম্পাদকসহ নেতাকর্মীরা যোগ দেন।