সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে সংখ্যালঘুর উপাসনালয় পাহারায় শিক্ষার্থীরা

প্রকাশঃ ০৭ অগাস্ট, ২০২৪ ১২:৩১:২২ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০১:৩৩:০১  |  ৪০৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড় উপজেলার বৌদ্ধ হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থী স্কাউট রোভাররা। গেল মঙ্গলবার থেকে রামগড় বাজার, গর্জনতলীসহ আশপাশের ধর্মীয় উপাসনালয় গুলোর সামনে স্থানীয় শিক্ষার্থী, স্কাউট রোভার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোষ্টে তথ্য জানান খাগড়াছড়ির সাবেক রোভার সদস্য তারেক হোসেন। পোষ্টে জানানো হয়, রামগড়ের স্থানীয় শিক্ষার্থী রোভাররা বিভিন্ন বৌদ্ধ বিহার মন্দিরে পাহারায় রয়েছেন। যতদিন সম্ভব ততদিন ভাবে পাহারা রাখার কথা জানিয়ে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা চান তিনি। 

 

এদিকে, আজ বুধবার থেকে খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। খাগড়াছড়ির শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ারে দৃশ্য দেখা যায়। অনির্দিষ্টকালের জন্য পুলিশের কর্মবিরতি থাকায় জেলার কোথাও দায়িত্ব পালন করছেন না পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর টহল দেখা যাচ্ছে সড়কে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions