পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড় উপজেলার বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থী ও স্কাউট রোভাররা। গেল মঙ্গলবার থেকে রামগড় বাজার, গর্জনতলীসহ আশপাশের ধর্মীয় উপাসনালয় গুলোর সামনে স্থানীয় শিক্ষার্থী, স্কাউট রোভার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোষ্টে এ তথ্য জানান খাগড়াছড়ির সাবেক রোভার সদস্য তারেক হোসেন। পোষ্টে জানানো হয়, রামগড়ের স্থানীয় শিক্ষার্থী ও রোভাররা বিভিন্ন বৌদ্ধ বিহার ও মন্দিরে পাহারায় রয়েছেন। যতদিন সম্ভব ততদিন এ ভাবে পাহারা রাখার কথা জানিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা চান তিনি।
এদিকে, আজ বুধবার থেকে খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। খাগড়াছড়ির শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ারে এ দৃশ্য দেখা যায়। অনির্দিষ্টকালের জন্য পুলিশের কর্মবিরতি থাকায় জেলার কোথাও দায়িত্ব পালন করছেন না পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর টহল দেখা যাচ্ছে সড়কে।