পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার হিন্দু ধমার্বলম্বীদের ধমীর্য় উপসনালয় ও দেব—দেবীর মন্দির পাহাড়া দিচ্ছে স্থানীয় বিএনপি'র লোকজন।
০৭ আগষ্ট বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় মহালছড়ি দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে উপজেলা বিএনপি’র লোকজন মন্দিরের নিরাপত্তা দিতে পাহাড়ার দায়িত্ব পালন।
এ সময় তাদের সাথে কথা বলে জানা যায় মহালছড়ি উপজেলা বিএনপি’র নীতি নিধার্রকদের সিদ্ধান্ত মোতাবেক মহালছড়ি উপজেলায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ সময় তারা আরো জানান উপজেলার মাইসছড়ি ইউনিয়নেও হিন্দু ধমীর্য় মন্দির ও উপসনালয়ে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।