সোমবার | ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

প্রকাশঃ ১৪ জুন, ২০২৪ ০৪:৫৪:৫৯ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩০:১২  |  ২৭২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে এগারটার দিকে এসআই পাভেল মল্লিকের সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুই হাজার ইয়াবাসহ উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে দুই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত রোহিঙ্গারা হল, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ ব্লক বি ২২ এর ইয়াসিনের পুত্র সিরাজ উদ্দিন (২০), ক্যাম্প ৮, ব্লক বি:৫২ এর মোস্তাক আহাম্মদের পুত্র জাহেদ হোসেন (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ পরিদর্শক) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাসী চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় দুই হাজার ইয়াবসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে নাইক্ষ্যংছড়ি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions