উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর ২০২৪-২০২৫ অর্থ বছরে ২য় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১৫ ইটভাটায় অভিযান, সাড়ে ৮ লাখ টাকা অর্থদণ্ড বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে ৬ষ্ঠ উপজেলা উপজেলা পরিষদ নির্বাচন (৩য় ধাপ)-এ আগের প্যানেল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আগের প্যানেল চেয়ারম্যান পদে এমএন লারমা সমর্থিত জনসংহতি কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা “কাপ পিরিচ” প্রতিক নিয়ে ১০ হাজার ১শত ৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন এবং নিকটতম স্বতন্ত্র প্রার্থী কংজরী চৌধুরী (আনারস) পেয়েছেন ৭ হাজার ৮ শত ৫২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (বই) প্রতিক নিয়ে ১১ হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্ধি জিল্লুর রহমান (টিউবওয়েল) প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩ শত ৫ ভোট। নারী ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী (প্রজাপতি) প্রতিক নিয়ে ১১ হাজার ৮ শত ৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্ধি জাহানারা বেগম (সেলাই মেশিন) প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯শত ৪৭ ভোট।
২৯ মে বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এক টানা উপজেলার মোট ১৪টা কেন্দ্রে ভোটগ্রহন চলে। উপজেলার মোট ভোটার সংখ্য ৩৬ হাজার ৬শত ২জন। তারমধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৫শত ৭৮ জন ও নারী ভোটার ১৮ হাজার ২৪ জন। মহালছড়ি উপজেলায় এবারে ৩টি পদের বিপরীতে প্রতি পদে ২ জন করে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদ বেসরকারিভাবে মহালছড়ি উপজেলার ১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।