উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর ২০২৪-২০২৫ অর্থ বছরে ২য় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১৫ ইটভাটায় অভিযান, সাড়ে ৮ লাখ টাকা অর্থদণ্ড বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে তুফানে রাস্তায় ভেঙ্গে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন(২০) নামে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) রাত আনুমানিক ১১ টার দিকে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে হাসপাতাল আনলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। রাসেল ঢাকার ধামরাই'র আব্দুল রাজ্জাকের ছেলে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, ঘূর্নিঝড় রিমালার প্রভাবে আলুটিলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ভেঙ্গে পড়ে। সেগুলো কাটার সময় ৩৩ হাজার ভোল্টের তারের সাথে স্পৃষ্ট হয়ে দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: রাকিব উদ্দিন মৃত ঘোষনা করেন।
এদিকে সোমবার সকাল থেকে খাগড়াছড়িতে ঝোড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছে। সোমবার দুপুরের পর থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।