সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাংবাদিক সম্মেলন

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার দাবি

প্রকাশঃ ১৫ মে, ২০২৪ ০১:০৩:৩৯ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৩:৩৫  |  ৭৯৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।  খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার  সকাল ১১ টায় খাগড়াছড়ি শহরের মহাজনপাড়াস্থ একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এর আয়োজন করা হয়। 

 

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান

 

এতে বিভিন্ন অভিযোগ করে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম নিয়ে সন্তু লারমা, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় ষড়যন্ত্র করছেন। বাঙালী জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে তাদের উচ্ছেদের জন্য নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। কেএনএফ শান্তি আলোচনার নামে সময় ক্ষেপণ করে ঘাঁটি গেড়েছে। পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান জোরদারে জোরালো দাবি জানিয়েছেন সাংবাদিক সম্মেলন থেকে। 

 

সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions