পদ ফিরে পেলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ভুট্টো রাঙামাটির কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুছাইন চৌধুরীসহ গ্রেপ্তার ২ রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস শীতার্তদের মাঝে লংগদু জামায়তের উদ্যোগে ত্রান সহায়তা বিতরণ
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী আব্দুল কাদের কর্তৃক নির্বাচন নিয়ে ঢাকায় সাংবাদিক সম্মেলনের প্রেক্ষিতে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছে বিজয়ী প্রার্থী বিশ্ব কুমার কার্বারী।
মঙ্গলবার(১৪ মে) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে রামগড় পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, সহ সভাপতি মনিন্দ্র ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে বিজয়ী প্রার্থী অভিযোগ করে বলেন, পরাজিত প্রার্থী রামগড় পৌর আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের নির্বাচন শেষ হওয়ার চার দিন পর ঢাকায় সাংবাদিক সম্মেলন করে নির্বাচনে কারচুপি, অনিয়ম, কেন্দ্র দখল এবং কর্মী সমর্থকদের হামলার অভিযোগ করে যা ভিত্তিহীন। পরাজিত প্রার্থীর সাংবাদিক সম্মেলনে বানোয়াট অভিযোগ করে আওয়ামীলীগকে কলুষিত করেছেন।
সাংবাদিক সম্মেলনে আব্দুল কাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।