উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর ২০২৪-২০২৫ অর্থ বছরে ২য় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১৫ ইটভাটায় অভিযান, সাড়ে ৮ লাখ টাকা অর্থদণ্ড বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। "নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উদ্যোগে খাগড়াছড়ি সরকারি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সরাফত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন, ডাঃ এম এন ইমতিয়াজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা'র সহকারী পরিচালক এ. কে. এম দিদারুল আলম,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ।
সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদেরকে নিয়ে আলোচনা করেন ও ধারনা দেন।
পরে মাদককে না বলুন, নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত দেশ গড়ি এই নিয়ে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।