মঙ্গলবার | ২৪ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে অর্থদণ্ড

প্রকাশঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০১:৪৯:৫৬ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:৩২:০৭  |  ৬০৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সকালে দীঘিনালা-খাগড়াছড়ি অভ্যন্তরীণ সড়কের জামতলী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দীঘিনালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। 

 

ঘন্টাব্যাপী চলা অভিযানে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে চলাচলকারী যাত্রীবাহী পরিবহন থামিয়ে যাত্রীদের সাথে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় তিনজন চালককে হাজার শত টাকা অর্থদন্ড দেয়ার পাশাপাশি অনেককে সর্তক করা হয়। 

 

অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত খাঁন জানান, টানা ছুটিতে সড়কে যাত্রীর চলাচল বাড়ায় স্বার্থান্বেষী কিছু পরিবহন মালিক-শ্রমিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions