বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর, ২০২৪

ব্যবসায়ীকে গুলি করার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:৫৫:২৩ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫২:০৪  |  ৬৫২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়িতে গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) ব্যবসায়ী নাসিরের উপর অতর্কিত গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা অঙ্গসহযোগী সংগঠন।

 

বুধবার (২১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাঙালির হত্যাকারী সন্তু লারমাসহ পাহাড়ের সকল সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় পাহাড়ের শান্তিকামী সকল নাগরিককে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

 

এতে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ আবু তাহের ছাড়াও ইঞ্জিনিয়ার মোঃ লোকমান, কাউন্সিলর আব্দুল মজিদ, আসাদ উল্লাহ প্রমুখ। জানা যায়, গত সোমবার জেলার পানছড়ি উপজেলার মরাটিলা নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীরা মোঃ নাসিরকে অতর্কিতভাবে গুলিবর্ষণ করে, এতে মারাত্মক আহত হয়ে গুলিবিদ্ধ নাছির বর্তমানে চট্রগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions