বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর, ২০২৪

পানছড়ি বাজার ফের বর্জনের ডাক ইউপিডিএফর

প্রকাশঃ ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১৭:১৫ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৭:২১:০৪  |  ৫৯৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) চার নেতাকর্মী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ফের অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বাজার বর্জনের ডাক দিয়েছে সংগঠনটি শনিবার ইউপিডিএফ কেন্দ্রীয় কমিটির প্রচার প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, রুহিন ত্রিপুরা লিটন চাকমার খুনীদের গ্রেফতার আইনানুগ পদক্ষেপ গ্রহণে দৃশ্যমান কোন অগ্রগতি না থাকায় আগামী ২০ ফেব্রুয়ারী থেকে ফের পানছড়ি বাজার বর্জন কর্মসূচি পালন করা হবে এর আগে, গেল বছরের ১৫ ডিসেম্বর থেকে দুই ধাপে পানছড়ি বাজার বর্জনের ডাক দেয় সংগঠনটি স্থানীয় প্রশাসনের আশ্বাসে গেল ফেব্রুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত বাজার বর্জন কর্মসূচি স্থগিত করা হয়


প্রসঙ্গত, গেল বছরের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ির লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় ইউপিডিএফ সমর্থিত ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা রুহিন ত্রিপুরাকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের দুর্বৃত্তরা হত্যাকাণ্ডের প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবিতে বাজার বর্জনের ডাক দেয় ইউপিডিএফ এর আগে ২০১৮ সালে পানছড়ি বাজার বর্জন করে সংগঠনটি 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions