লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য উপদেষ্টা বান্দরবানে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁদা না পাওয়ায় ত্রিপুরাদের বাড়িতে আগুন, বলছে পুলিশ নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়িতে গত সোমবার রাতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ নেতাকর্মী খুনের ঘটনায় হত্যা থানায় মামলা হয়েছে। বুধবার পানছড়ি থানায় গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমার চাচা নিরুপম চাকমা বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করে মামলা করেন। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, খাগড়াছড়ি সদর হাসপাতালে নিহত ৪ নেতাকর্মীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বুধবার দুপুরে। ময়নাতদন্ত শেষে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন।
ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা দাবী করেন, একদিন অতিবাহিত হলেও অপহৃত ৩ নেতাকর্মীর কোন সন্ধান মেলেনি।
প্রসঙ্গত, গেল সোমবার রাত ১০ টার দিকে পানছড়ির লোগাং ইউনিয়নের পূজগাংয়ের অনীলপাড়া প্রতিপক্ষের গুলিতে নিহত হয় ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি শাখার সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক রহিন বিকাশ ত্রিপুরা। এ সময় নীতি দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও মিলন চাকমা নামে ৩ জনকে অপহরণ করে নিয়ে যায় প্রতিপক্ষের দুর্বৃত্তরা। হামলার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছে ইউপিডিএফ প্রসীত গ্রুপ। তবে দায় অস্বীকার করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।