লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য উপদেষ্টা বান্দরবানে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁদা না পাওয়ায় ত্রিপুরাদের বাড়িতে আগুন, বলছে পুলিশ নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি সদরস্থ অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
এসময় সাধারণ সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথো অং মারমা ও মনিন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া ও ক্যজরী মারমা, ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার প্রমূখ।
সভায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যবৃন্দ, ইউনিটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।