শনিবার | ২৮ ডিসেম্বর, ২০২৪

মহালছড়িতে জেলেদের মাঝে ছাগল, খাদ্যসহ নানা উপকরণ বিতরণ

প্রকাশঃ ০৬ ডিসেম্বর, ২০২৩ ০৩:৫৮:৫৩ | আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ০৭:১৭:৫১  |  ৫৭০

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে    মৎস্য   সম্পদ      উন্নয়ন   প্রকল্প,   রাঙামাটি   এর   আওতায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ এবং মৎস্য সম্পদ উন্নয়ন   প্রকল্পের   আওতায়   ২০২৩-২৪   অর্থ   বছরে   মহালছড়ি উপজেলার   দরিদ্র   জেলেদের   বিকল্প   কর্মসংস্থান   (পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদান) কার্যক্রমের আওতায় সহায়তা হিসেবে ছাগল প্রদান করা হয়


আজ ৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় মহালছড়ি উপজেলা মৎস্য দপ্তর প্রাঙ্গনে  স্থানীয় জেলেদের মাঝে উপকরন প্রদান করা হয়


সময় প্রধান  অতিথি   হিসেবে   উপস্থিত   ছিলেন মহালছড়ি   উপজেলা   চেয়ারম্যান   বিমল   কান্তি   চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানমভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো. আনছার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মঈনুল ইসলাম চৌধুরী,   মহালছড়ি   উপজেলা   মৎস্য অফিসার প্রবীন চন্দ্র চাকমা, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা সাবেক সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী


১৫ জন  দরিদ্র জেলেদের মাঝে যেসব উপকরন প্রদান  করা হয় তার মধ্যে ছিল প্রদর্শনী খামারে পোনা মাছ, মাছের খাদ্য জাল প্রদান করা হয় এছাড়া  দরিদ্র   জেলেদের   বিকল্প   কর্মসংস্থান   কর্মসূচীর  আওতায় ১৫ জন মৎস্য খামারীকে ৪টি করে  ছাগল  প্রদান করা হয় 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions