বুধবার | ১১ সেপ্টেম্বর, ২০২৪
রিটানিং কর্মকর্তার কাছে

বান্দরবানে মনোনয়ন ফরম জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী মংঙোয়েপ্রু

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৩ ০২:০৯:৩৫ | আপডেটঃ ০৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২৬:৩১  |  ৬৩২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পার্বত্য জেলা বান্দরবান সংসদীয় আসন ৩০০নং এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিলেন মংঙোয়েপ্রু।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বান্দরবান জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় রিটানিং কর্মকর্তা মনোনয়ন ফরম বুঝে নেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানান।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম.শাহাদাত হোসেনসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মংঙোয়েপ্রু পেশায় একজন ব্যবসায়ী, ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্নাসে ভর্তি  হয়ে সর্বশেষ পরীক্ষায় অংশ নেননি তিনি।

১৯৮৫ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত, বর্তমানে বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তিনি বান্দরবানের রাজ পরিবারের সন্তান এবং বান্দরবানের ১৪তম রাজা মংশৈপ্রæ চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions