শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪
মাটিরাঙ্গায়

বিএনপি পাহাড়ে অশান্তি সৃষ্টি করতে চায় : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

প্রকাশঃ ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৬:৩৭ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ০৫:৩৬:২৭  |  ৭৫৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও  শরণার্থী টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বিএনপি পাহাড়ে অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে পাহাড়ি বাঙালীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।

তিনি,  দল, মত, জাতি, গোষ্ঠী সকলে মিলে খাগড়াছড়িতে সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।

শুক্রবার বিকেলে মাটিরাঙা ঈদগা মাঠে পৌর আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি  এবং উপজেলা চেয়ারম্যান মো. কাশেম, জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. সামছুল হক, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন।

প্রতিমন্ত্রী পদ-মর্যাদার কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, দেশে আবার মুক্তিযুদ্ধের বিরোধীরা জেগে উঠছে। তারা দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা দেশে আন্দোলনে নামে দেশকে একটি অকার্যকর রাষ্ট্র তৈরি করতে চায়। তাদের অপশক্তি কে প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি  ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,  মাটিরাঙ্গা  উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions