মঙ্গলবার | ২২ অক্টোবর, ২০২৪
লংগদু সেনা জোনের মতবিনিময় সভা

পাহাড়ে শান্তি-সম্প্রীতি-নিরাপত্তার স্বার্থে কাজ করছে সেনাবাহিনী

প্রকাশঃ ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৩৯:২৫ | আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ ১২:৩৮:১৭  |  ৫৪৫

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)সবুজ পাহাড়কে সর্বদা শান্তি- সম্প্রীতি নিরাপত্তার বলয়ে আবদ্ধ রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরা চালানী, সন্ত্রাসী অরাজকতা নিরসন এবং শিক্ষা, চিকিৎসা সহ বন্যা পরিস্থিতিতে অসাম্প্রদায়িক ভাবে অংশীদারত্বের সাথে অবদান রাখছে লংগদু সেনা জোন (তেজস্বী বীর) বলে মন্তব্য করেন লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া (পিএসসি)

 

আজ ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় মাইনী আর্মি ক্যাম্প মিলনায়তনে আয়োজিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় জোনের উপ অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের এর পরিচালনায় বক্তব্য রাখেন- ৩৮ ব্যাটালিয়নের পরিচালক এএসএম আজীম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, লংগদু থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ জালাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, রাবেতা প্রজেক্টের কো-অর্ডিনেটর নুরুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান খান প্রমুখ

 

সভায় উপস্থিতি ছিলেন জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইহসানুল হক পৃথু, জেসিও আলম শেখ, লংগদু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. সেলিম, জেলা পরিষদের সদস্য আসমা বেগম, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, কালাপাকুজ্জ্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা সহ হেডম্যান, কার্বারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

 

জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা সম্প্রীতি রক্ষায় লংগদু জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে জোন অধিনায়ক এলাকার বর্তমান বন্যা পরিস্থিতি, সন্ত্রাসী কার্যক্রম, মাদক চোরাকারবারীদের নির্মূল করতে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions