শনিবার | ৩০ নভেম্বর, ২০২৪

জুরাছড়ি উপজেলায় ৫০ শয্যার আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তি প্রস্থর স্থাপন

প্রকাশঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৫২:২৩ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৬:৩০:২১  |  ৭২০
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ৫০শয্যার আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পকিত স্থানীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

বৃহস্পতিবার সকালে ৫০শয্যার আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তি প্রস্থ্য স্থাপন করেন তিনি।  এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি সিভিল সার্জন ডাক্তার নিহার রঞ্জন নন্দী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, স্বাস্থ্য প্রকৌশলের  তত্বাবধায়ক প্রকৌশলী মীর আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা, সাধারন সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত দরিদ্রদের জন্য গরু, ঢেউটিন, সোলার, ক্রীড়া সামগ্রী ও সমাজ সেবা বিভাগ কর্তৃক ক্যান্সার আক্রান্ত রোগীদের ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।

এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ের আঞ্চলিক দলগুলোর নানা বাঁধা বিপত্তির মধ্যে উন্নয়ন করতে হচ্ছে। উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে হলে অবৈধ অস্ত্রধারীদের প্রতিহত করতে হবে।    

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions