চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে কাচালং নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান এই অর্থদন্ড দেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ রাজনগর জোনের সহকারি পরিচালক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার আকিব ওসমান বলেন, অবৈধভাবে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছিল একটি মহল। খবর পেয়ে বিজিবির সহযোগিতায় অভিযান পরিচালনা করে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় আর্থিক জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, অর্থদন্ডপ্রাপ্ত আলমগীর হোসেন উপজেলার মাইনীমূখ ইউনিয়নের পূর্ব জারুল বাগান এলাকার সাবেক ইউপি সদস্য হোসেন আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম নীতি তোয়াক্কা করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে উপজেলার কাচালং ও মাইনী নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন।