বুধবার | ২৩ অক্টোবর, ২০২৪

‘সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সুস্থ্য জাতি গঠনের বিকল্প নেই’

প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:০৩:৫১ | আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ ১২:৪৩:৪৫  |  ৪৩৮

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি: আগামীর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে হলে সুস্থ্য জাতি গঠনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। 

 

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অফিসটির কার্যালয়ে অনুষ্ঠিত  পরিবার পকিল্পনা পরিদর্শকের মাধ্যমে স্কুল হেলথ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন

 

চেয়ারম্যান বলেন, একটা সময় নারী এবং কিশোরীদের প্রাকৃতিক সমস্যা নিয়ে আলোচনা করতে মানুষ লজ্জা পেতো। মানুষদের মধ্যে তৎকালীন সময়ে কুসংস্কার ধারণ ছিলো। বর্তমানে যুগ বদলে গেছে। সুস্থ্য জাতি গঠন করতে হলে সুস্থ্য মা তৈরির কোন বিকল্প নেই। তাই আগামীর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলতে আমাদের নারী এবং কিশোরীদের আলাদা যত্ন নিতে হবে

 

জেলা পরিবার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান সরদার এবং জেলার কন্ট্রাসেভটিক ক্লিনিক এর এডিশনাল ডিরেক্টর ডা: বেবী ত্রিপুরা

 

১২সেপ্টেম্বর দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions