চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ শিশুর পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭সেপ্টেম্বর) সকারে জেলা সমাজ সেবা কার্যালয়ে ইউনিসেফের সহায়তায় পুষ্ট প্রকল্প চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ কর্তৃক এসব সহায়তা প্রদান করা হয়।
এসময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রূপনা চাকমা, বিশ্বজীত চাকমা, প্রশাসনিক কর্মকর্তা রাজীব কুমার পাল, ইউনিসেফ এর কনসালটেন্ট আলিফা আফরোজ, রাঙামাটি সদর উপজেলার শিশু সুরক্ষা সমাজ কর্মী হিমেল চাকমা এবং রাঙামাটি সদর ইউনিয়নের সমাজ কর্মী প্রবীণ চাকমাসহ স্থানীয় গণমাণ্য ব্যক্তি এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলার রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি, বিলাইছড়ি এবং বাঘাইছড়ি উপজেলাসহ মোট ৫টি উপজেলার ৪৫০জন বন্যায় ক্ষতিগ্রস্থ শিশুর পরিবারের মাঝে ফ্যামেলি কিট বিতরণ করা হয়।
ফ্যামিলি কিটস পেয়ে উপকার ভোগীরা ইউনিসেফ এবং সমাজ সেবা অফিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।