শনিবার | ৩০ নভেম্বর, ২০২৪

সাজেক যাওয়ার পথে ঢাবি শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

প্রকাশঃ ০৬ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৫৫:০৬ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ১২:২৮:৪৮  |  ৭৯১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তরের এক ছাত্রীকে অপহরণের খবর পাওয়া গেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।

পুলিশ জানিয়েছে, অপহরণের শিকার ছাত্রীর নাম দ্বীপিতা চাকমা (২৪)। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী, তার বাড়ী খাগড়াছড়ি।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বেলা সোয়া ১২টার দিকে ওই ছাত্রী সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশাবাদী ওই ছাত্রীকে শিগগিরই উদ্ধার করতে পারব।

এলাকাটি ইউপিডিএফ নিয়ন্ত্রিত, তবে কারা কি কারনে অপহরন করেছে এখনো জানা যায়নি।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions