সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বন্যায় ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত ছয় শত পরিবারের মাঝে আজ মঙ্গলবার নগদ অর্থ, ওয়াশ কিট বিতরণ করা হয়েছে।
রাঙামাটি পৌরসভা ও বিলাইছড়ি উপজেলায় আকস্মিক বন্যা ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারসমুহের জন্য জরুরী মানবিক সহায়তা প্রকল্পের আওতায় টাকা ও কিট বক্স বিতরণ করা হয়।
বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও কারিতাস বাংলাদেশের যৌথ উদ্যোগে স্টার্ট ফান্ডের কারিগরী সহায়তায় বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তংচংগ্যা, ইউনও শিফাত উদ্দীন, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। অনুষ্ঠানে ছয শত পরিবারকে সাড়ে ৫ হাজার টাকা করে নগদ ৩৩ লক্ষ টাকা, ওয়াশ কিট ও শেল্টার কিট বিতরণ করা হয়।
উল্লেখ, সম্প্রতি টানা বৃষ্টিপাতে বন্যায় ও ভুমি ধসে বিলাইছড়ি উপজেলা সদর ও ফারুয়া ইউনিয়নের ১১শ ৭৪ পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
বাকি ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে দেয়া হবে বলে আয়োজকরা জানান।