চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" প্রতিপাদ্যকে নিয়ে জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধ কল্পে লংগদু থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তায় বাল্যবিবাহ ও মাদক সংক্রান্ত নৈতিক জনসচেতনতামূলক আলোচনা সভা করেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সহকারী শিক্ষক তৌহিদুল রেজার সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন।
এসময় বক্তব্যে ওসি ইকবাল উদ্দিন সমবেত শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, দেশে জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র, বাল্যবিবাহ ও ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং প্রতিনিয়ত বেড়েই চলছে। এক্ষেত্রে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে ছাত্র সমাজ ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে সবার আগে। তিনি শিক্ষার্থী অভিভাবকদের যেকোন আইনী সহায়তা প্রদান করবে বলে আশ্বস্থ করেন এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন এবং লংগদু থানার এসআই এনামুল হক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।