বুধবার | ২৩ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের কাউখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে

আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করতে সকলকে কাজ করতে হবে : দীপংকর তালুকদার এমপি

প্রকাশঃ ০২ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৪২:৩৯ | আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ ১২:৪৫:৩৩  |  ৭০৪

মেহেদী হাসান সোহাগ,সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান, জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি


এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলে আজ রাঙামাটি উন্নয়নের জোয়ার অব্যহত আছেপ্রতিটি উপজেলাতে স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট সব অবকাঠামো উন্নয়ন হয়েছেএসব উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহবান করেন


শনিবার বিকালে উপজেলা অটোটরিয়ামে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ যুব মহিলা লীগের কাউখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন সম্মেলনের উদ্বোধন করেন রাঙামাটি মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপিসম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী

বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদৌহা চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কলপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মারমা, সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দীন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সভাপতি অভিমং চৌধুরী,সাধারন সম্পাদক নাজীম উদ্দীন সহ আরো অনেকে


সম্মেলনে বক্তারা আরো বলেন,দ্বাদশ নির্বাচনে আওয়ামীলীগকে হারাতে যতই ষড়যন্ত্র হোক সেটি সবাইকে এক হয়ে মোকাবেলা করতে হবে যতদিন দীপংকর তালুকদার এমপি বেঁচে থাকবেন ততদিন তিনি রাঙামাটি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে থাকবেন এবং আমরা প্রতিবারই আমরা তাঁর জয় নিশ্চিত করার জন্য কাজ করে পুনরায় প্রধানমন্ত্রীকে আসন উপহার দিবো সবাইকে মনে রাখতে হবে আওয়ামী লীগের মহিলা অঙ্গ সংগঠনগুলোকে যত সক্রিয় করা যাবে নির্বাচনে মহিলা ভোটারদের ভোট সংগ্রহে ততোটা সুবিধা হবে জন্য আগামী নির্বাচনের আগে প্রতিটি সংগঠনের পাশাপাশ মহিলা অঙ্গ সংগঠনগুলো সক্রিয় করতে হবে


সম্মেলনে যুব মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions