খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা অর্থদণ্ড লংগদুতে জুলাই- আগষ্ট বিপ্লবে আহত ছাত্রকে জামায়াতের সহায়তা খুব শিগগরই দেশে কুরআনের বিপ্লব হবে: আমির আব্দুল আলীম জোর পূর্বক গ্রাহকদের প্রিপেইড মিটার প্রদান বন্ধসহ ১৬দফা দাবিতে সুজনের স্বারকলিপি রাঙামাটির বরকলে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির সংসদ সদস্য ও শরণার্থী পদ-মর্যাদায় টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রধানমন্ত্রীই পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত জনপদে আলো জ্বালানোর পথিকৃৎ। পাকিস্তান সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম করে এখানকার হাজার হাজার মানুষকে উদ্বাস্তু করেছে। দেশান্তরী করেছে। কিন্তু বিদ্যুৎ দেয়নি। ১৯৯৭ সালে দেশরত্ন- বঙ্গবন্ধু কন্যা প্রথমবার ক্ষমতায় এসেই পাহাড়ে বিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। যেখানে সহজে বিদ্যুৎ দিতে পারছেন না, সেখানে উন্নতমানের সোলার প্রদানের মাধ্যমে আলোকিত করছেন।
তিনি
শনিবার
দুপুরে
মানিকছড়ি উপজেলার দুর্গম
পাহাড়ি
জনপদ
বাটনাতলীর ৯’শ ৫৪টি পরিবারের মাঝে
বিনামূল্যে সোলার
প্যানেল বিতরণ
অনুষ্ঠানে প্রধান
অতিথির
বক্তব্যে এসব
কথা
বলেন।
বাটনাতলী ইউনিয়ন
পরিষদ
মাঠে
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন
বোর্ডের আয়োজনে
উক্ত
বিতরণ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন
বোর্ডের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব)।
বিশেষ
অতিথি
হিসেবে
বক্তব্য রাখেন,
খাগড়াছড়ি জেলা
প্রশাসক মো.
সহিদুজ্জামান, মানিকছড়ি উপজেলা
চেয়ারম্যান মো.
জয়নাল
আবেদীন,
ইউএনও
রক্তিম
চৌধুরী,
সাবেক
উপজেলা
চেয়ারম্যান এম,
এ,
জব্বার
ও
খাগড়াছড়ি জেলা
পরিষদ
সদস্য
কল্যাণ
মিত্র
বড়ুয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
জেলা
পরিষদ
সদস্য
শাহিনা
আক্তার
ও
শুভ
মঙ্গল
চাকমা,
মানিকছড়ি উপজেলা
আ.লীগের সাধারণ সম্পাদক মো.
মাঈন
উদ্দিন,
উপজেলা
যুবলীগের সভাপতি
মো.
সামায়উন ফরাজী
সামু,
সাধারণ
সম্পাদক মো.
জাহাঙ্গীর আলম,
উপজেলা
ছাত্রলীগের সভাপতি
মো.
জামাল
হোসেন
ও
সাধারণ
সম্পাদক চলাপ্রু মারমা
নিলয়সহ
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি
বছরের
২১
মার্চ
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন
বোর্ডের চেয়ারম্যান নিখিল
কুমার
চাকমা
সোলার
প্যানেল বিরতনী
কার্যক্রমের উদ্বোধন করতে
এসে
তালিকায় অনিয়মের অভিযোগে সেদিন
বিতরন
কার্যক্রম স্থগিত
করে
চলে
যান।