রবিবার | ২৪ সেপ্টেম্বর, ২০২৩

৫ দফা দাবি আদায়ে রাঙামাটিতে ষ্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের মানববন্ধন

প্রকাশঃ ৩১ মে, ২০২৩ ০১:৪১:৩৯ | আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫০:৪১  |  ৩৮১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ৫ দফা দাবি আদায়ে নার্সদের সংগঠন রাঙামাটিতে ষ্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের মানববন্ধন করেছে। আজ বুধবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাজিদ আহমদের সভাপতিত্বে এতে বিভিন্নজন বক্তব্য রাখেন।

এসময় বক্তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্তৃক “ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিষ্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স এর সমমানের প্রজ্ঞাপন বাতিল পুর্বক এইচএসসি পাসের পর ৩ বছর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতকে রুপান্তর, গ্র্যাজুয়েট নার্সদের জন্য স্পেশাল ক্যাডার সার্ভিস চালু, সরকারি চাকুরিতে কর্মরত নার্সদের ৩০% ঝুকি ভাতা নিশ্চিত, সরকারি নার্সিং কলেজ ও ইনষ্টিটিউটে সকল অতিরিক্ত দায়িত্বে থাকা বাতিল করে শুন্যপদে নিয়োগ প্রদান করা এবং নীতিমালা অনুসরন না করে যে সব নার্সিং ইনষ্টিটিউট গড়ে উঠেছে সেগুলোর অনুমোদন বাতিল করার দাবি জানান।  

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions