বিজয় দিবস ঘিরে এনসিটিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বড় দিন উপলক্ষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে : এড: এয়াকুব আলী চৌধুরী বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। তামাক নয়, খাদ্য ফলান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস ও তামাক নিয়ন্থ্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩১মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিশেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো: শাহাদাত হোসেন কবির।
এ সময় অতিথি বক্তারা জানান,জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের ভূমিকার মাধ্যমে ২০৪০সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে,যার যেকানে পতিত জমি আছে,সেটা চাষের আওতায় এনে উৎপাদন বাড়াতে বাড়াতে হবে।সবাইকে ধুমপান ও তামাকের ভয়াবহ নেয়া থেকে দূরে থাকতে হবে।আমরা আশা রাখি জনসাধারনের সজেতনতা বৃদ্ধি ও অংশীজনদের প্রয়োজনীয় ভূমিকার মাধ্যমে তামাকমুক্ত দেশ তুলতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো.নাইমুল হক,জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের,উপ-পরিচালক (এলজি) নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরীসহ উধ্র্বতন সরকারি কর্মকর্তারা ।