দেশের ব্যাপক সংস্কার নির্বাচিত সরকার করবে, দ্রুত নির্বাচন দিন: ওয়াদুদ ভূইয়া মহালছড়িতে সেনা জোন কর্তৃক প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন খাগড়াছড়িতে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি রাঙামাটির সহিংসতায় কোটির টাকার ক্ষতি তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা রাসেল চাকমার
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। তামাক নয়, খাদ্য ফলান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস ও তামাক নিয়ন্থ্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩১মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিশেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো: শাহাদাত হোসেন কবির।
এ সময় অতিথি বক্তারা জানান,জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের ভূমিকার মাধ্যমে ২০৪০সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে,যার যেকানে পতিত জমি আছে,সেটা চাষের আওতায় এনে উৎপাদন বাড়াতে বাড়াতে হবে।সবাইকে ধুমপান ও তামাকের ভয়াবহ নেয়া থেকে দূরে থাকতে হবে।আমরা আশা রাখি জনসাধারনের সজেতনতা বৃদ্ধি ও অংশীজনদের প্রয়োজনীয় ভূমিকার মাধ্যমে তামাকমুক্ত দেশ তুলতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো.নাইমুল হক,জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের,উপ-পরিচালক (এলজি) নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরীসহ উধ্র্বতন সরকারি কর্মকর্তারা ।