জোর পূর্বক গ্রাহকদের প্রিপেইড মিটার প্রদান বন্ধসহ ১৬দফা দাবিতে সুজনের স্বারকলিপি রাঙামাটির বরকলে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে : পার্বত্য উপদেষ্টা পাহাড়-প্রকৃতি দেখতে বান্দরবানে বেড়েছে পর্যটক লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
বিশেষ অতিথি হিসেবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, বিশিষ্ট সসমাজসেবক সুফিয়া কামাল ঝিমি উপস্থিত ছিলেন।
জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ভলান্টিয়ার জয়ন্তি ত্রিপুরা, এনসিটিএফ রাঙামাটির সভাপতি সুমাইয়া আক্তার স্নেহাসহ এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ওয়াই মুভ্স প্রকল্পের অওতায় এনসিটিএফ রাঙামাটি জেলা শাখার সদস্যদের অংশগ্রহণে ইয়েস বাংলাদেশ এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।