পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ফলাফল এবং শিক্ষা পদ্ধতির কার্যকারিতা উন্নত করার লক্ষে পারফরমেন্স বেজড গ্র্যান্টার ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন(PBGSI) স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্বাবধানে কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। কাচালং সরকারি কলেজের প্রভাষক কামাল হোসেন মীর এর সঞ্চালয় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার অংজিং মারমা , কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।
স্কুল এবং মাদ্রাসা ব্যবস্থাপনা সক্ষমতা শক্তিশালীকরণ, জনসম্পৃক্তি বৃদ্ধিকরণ এবং মাধমিক প্রতিষ্ঠানের জবাবদিহি পদ্ধতি উন্নতিকরণ ইত্যাদি উদ্দেশ্য নিয়ে দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষন দেন রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার ও বিলাইছড়ি উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার বিভীষণ চাকমা।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, পিটিআই সদস্য, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
আলোচকরা বলেন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন পারফর্মেন্স এর ভিত্তিতে প্রনোদনা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রনালয়।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, পিটিআই সদস্য, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
আলোচকরা বলেন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন পারফর্মেন্স এর ভিত্তিতে প্রনোদনা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রনালয়।