রবিবার | ২৯ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ৩০ মে, ২০২৩ ০১:৫৫:১৮ | আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ ০৮:৪৩:১৮  |  ৬০১

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতেতিনদিনব্যাপিসেক্টরআন্তঃব্যাটালিয়নকুস্তিপ্রতিযোগিতা-২০২৩বাঘাইহাটব্যাটালিয়ন (৫৪বিজিবি)'ব্যবস্থাপনায়চূড়ান্ত  খেলাঅনুষ্ঠিতহয়েছে

 

মঙ্গলবার(৩০মে) সকালে খাগড়াছড়ি জেলা শহরস্থ ইনডোর স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত  হয়। সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিজিবি' সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

 

প্রতিযোগিতায় খাগড়াছড়ি সেক্টর এর অধীনে ৫টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ‘‘খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস এবং মনোবল প্রকাশ পাবে এবং সেই সাথে খেলাধুলার মাধ্যমে শরীর মনকে সতেজ ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়এই মুল মন্ত্রকে সামনে রেখে প্রতিযোগিতা পরিচালিত হয়

 

প্রতিযোগিতায় খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ ০৫টি ব্যাটালিয়ন থেকে ৮২ জন খেলোয়াড় ০৯টি ওজন শ্রেনীতে অংশগ্রহণ করে চমৎকার ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করেন

 

চুড়ান্ত প্রতিযোগিতা শেষে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন হয়।  বাবুছড়া ব্যাটালিয়ন (০৭ বিজিবি) ০২টি স্বর্ণ, ০৩ টি রৌপ্য এবং টি তাম্র পদক পেয়ে রানার্স আপ গৌরব অর্জন করেন

 

 এছাড়াও রিয়েল শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে নির্বাচিত হন বাবুছড়া ব্যাটালিয়ন (০৭ বিজিবি) এর  সিপাহী মইনুর রহমান,শ্রেষ্ঠ নবীন খেলোয়ার হিসেবে নির্বাচিত হন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবিসিপাহী মেহেদী হাসান। 

 

সময়  ৩বিজির অধিনায়ক, বিজিবি অধিনায়ক, ২৭ বিজিবি অধিনায়ক,৩২বিজিবি অধিনায়ক,৫৪বিজিবি অধিনায়ক, ৩২ বিজিবি অধিনায়কসহ  অন্যান্য অফিসার,জুনিয়র কর্মকর্তা অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions