বৃহস্পতিবার | ০৯ মে, ২০২৪
প্রত্যন্ত গ্রামে সান্ধ্যসভায়

স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সবচেয়ে দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

প্রকাশঃ ২১ মার্চ, ২০২৩ ০৬:৪২:৪০ | আপডেটঃ ০৯ মে, ২০২৪ ০১:৩৭:০০  |  ৩৬৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা শতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত কারণ উন্নত বিশ্বের দেশগুলো তো এরই মধ্যে স্মার্ট দেশে রূপান্তরিত হয়েছে, দেশের প্রত্যেক নাগরিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে, আমাদের গোটা সমাজটাই হবে স্মার্ট সমাজ আমরা কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়েই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি


প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স-এর এই চেয়ারম্যান, ২০২১ থেকে  ২০৪১ পর্যন্ত সময়ে কীভাবে বাংলাদেশের উন্নয়ন হবে, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত লক্ষ্য বাস্তবায়ন এবং দেশের উন্নতি অগ্রযাত্রার জন্য সকলকে শিক্ষা দীক্ষায় স্মার্ট হবার আহ্বান জানান


তিনি গতকাল (সোমবার) সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীর পশ্চিম অংশে সাবেক ডিসি প্রতাপ চন্দ্র বিশ^াসের উদ্যোগে স্থাপিতসিয়াই হারুম উচ্চ বিদ্যালয়’-এর ভবন উদ্বোধন  বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন


অনুষ্ঠান উপলক্ষে বিকাল সাড়ে ৫টার দিকে পেরাছড়া ইউনিয়নের পল্টনজয় পাড়াস্থ বিদ্যালয় মাঠে ত্রিপুরাদের ঐতিহ্যবাহীখেলাংবারনাটক প্রদর্শন হয়


পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান শ্রী তপন কুমার ত্রিপুরা' সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য যথাক্রমে কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা খোকনেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ব্যাংকের চট্টগগ্রাম অঞ্চলের উপ-মহাব্যস্থাপক (অবসরপ্রাপ্ত) দীনময় রোয়াজা এবং খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা


এসময় অন্যাদের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আইয়ুব আলী আহমেদ, ইউএনডিপিসিএইচটি কর্মকর্তা উশিংমং চৌধুরী, থাইল্যান্ড এআইপিপি কো-অর্ডিনেটর  চারু বিকাশ ত্রিপুরাএবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিনিধি সুকান্ত ত্রিপুরা বিবিসুৎ প্রমুখ

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions