রোয়াংছড়ি আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা, সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা রাঙামাটি জেলা প্রশাসনের বাজার মনিটরিং; জরিমানা আদায় বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের মনে ভয়ের সঞ্চার হচ্ছে-ওয়াদুদ ভূইয়া জেলা প্রশাসকের অক্লান্ত চেষ্টায় তৈরি হল কলাগাছের সুতা থেকে দৃষ্টিনন্দন শাড়ী মুক্তি পেলেন অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদরের গুগড়াছড়িতে অভিযানে গিয়ে মাদক কারবারীদের ছুরিকাঘাতে ডিবি পুলিশের ২ সদস্য আহত হয়েছেন। শনিবার বিকেলে গুগড়াছড়ি বাজারে মাদক বিরোধী অভিযানে গিয়ে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, ডিবির উপ-পরিদর্শক নিক্সন চৌধুরী ও কনস্টেবল নাজমুল হোসেন। এ ঘটনায় পুলিশ গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুগড়াছড়ি বাজারে অভিযানে যায় জেলা ডিবির একটি দল। এ সময় গাঁজা বিক্রির প্রস্তুতিকালে ৫ মাদক কারবারী অবস্থান করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছুরিকাঘাতে এক এসআই ও এক কনস্টেবল আহত হয়। এ সময় পালানোর সময় একজনকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা জানান, মাদক বিরোধী অভিযানে গিয়ে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।