খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি অফিস পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ বৃহস্পতিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে
তিন
পার্বত্য
জেলায়
পর্যটন
উন্নয়ন
পরিচালনার
জন্য
পার্বত্য
চট্টগ্রাম
আঞ্চলিক
পরিষদ
ও
তিন
পার্বত্য
জেলা
পরিষদ
সমন্বয়ে
কাজ
করার
সিদ্ধান্ত
হয়। এছাড়া জেলা পরিষদ ও জেলা প্রশাসনকে
সাথে
নিয়ে
তিন
জেলায়
প্রাথমিক
শিক্ষা
বিভাগকে
মানসম্মত
উন্নয়নে
এগিয়ে
নেওয়ার
ঐক্যমত
পোষন
করা
হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনের সম্মেলন কক্ষে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর এমপি বৈঠক সভাপতিত্ব করেন। বৈঠকে উপিস্থত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, দীপংকর তালুকদার এমপি, ব্রাক্ষ্রনবাড়িয়ার ২৪৪ নং আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঈন উদ্দীন,যশোরের ১নং আসনে সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বারতী তঞ্চঙ্গ্যা প্রমুখ।
এছাড়া
বৈঠকে
তিন
পার্বত্য
জেলা
পরিষদ
চেয়ারম্যান,
পার্বত্য
চট্টগ্রাম
আঞ্চলিক
পরিষদের
প্রতিনিধি,
পার্বত্য
চট্টগ্রাম
বিষয়ক
মন্ত্রণালয়ের
ভারপ্রাপ্ত
সচিবসহ
সংশ্লিষ্ট
কর্মকর্তারা
উপস্থিত
ছিলেন। বৈঠকে তিন পার্বত্য জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পগুলো
সর্ম্পকে
পর্যালোচনা
ও
পার্বত্য
তিন
জেলায়
চলমান
উন্নয়নের
ধারাবাহিকতা
যাতে
বজায়
থাকে
সে
বিষয়ে
বৈঠকে
একমত
পোষন
করা
হয়।
কাল শুক্রবার এ কমিটির সদস্যরা রাঙামাটির বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।