বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।লোক দেখানো পান ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কারবার করে আসছেন স্থানীয় এক সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য। প্রতিবারের ন্যায় এবারও পান ভর্তি গাড়িতে করে নিয়ে আসছিলেন ইয়াবা। এমন তথ্যে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ আটক হয়েছেন সাবেক ইউপি সদস্য ছাড়াও আরও তিন মাদক কারবারি।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থেকে পান বোঝাই একটি মিনি ট্রাক রাঙামাটির লংগদু উপজেলার মাইনী আর্মি ক্যাম্পের চেকপোস্টে আসলে চেক করার জন্য গাড়ি দাড় করায় সেনাবাহিনী। সন্দেহজনক হলে লংগদু থানা পুলিশে খবর দিলে পুলিশ তল্লাশি করে ইয়াবা সহ তাদের আটক করেন।
লংগদু থানার এসআই রফিকুল ইসলাম ও এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে গাড়িতে থাকা পানের খাঁচা গুলো তল্লাশি করে খাঁচা থেকে একটি প্যাকেট পায়। যার মধ্যে ৫১ পিছ ইয়াবা (মাদক) ছিলো। যা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এসময় গাড়ির ড্রাইভার মারুফ ও হেলপার ইউনুছ এবং পান ব্যবসায়ী সাবেক কালাপাকুজ্জা ইউনিয়নের ইউপি সদস্য শাহ্ আলম ও রফিকুল ইসলমাকে আটক করে পান বহনকারী গাড়ি সহ থানায় নিয়ে যায়। পরবর্তীতে মাদক নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় অপরাধে আসামীদের আদালতে প্রেরণ করে লংগদু থানা পুলিশ।
লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, আমদের কাছে খবর আসলে ঘটনাস্থলে পুলিশ যায় এবং মাদকসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়।