বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪

বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা

প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৫:৪৪:০৪ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৭:৩৫:১০  |  ৬৪
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বান্দরবানে গরীব অসহায় আর শীতার্থদের বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র প্রদান করলো বেসরকারী উন্নয়ন সংস্থা আশা।

২৭ নভেম্বর (বুধবার) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের হাতে আশা এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মো.ওলিয়ার রহমান ৪শত ৪০ পিচ শীতবস্ত্র (কম্বল ) তুলে দেন।

এসময় জেলা প্রশাসক আশা এর এমন উদ্যোগকে স্বাগত জানান এবং শীতার্থদের জন্য সকলকে মানবিক কার্যক্রমের হাত বাড়িয়ে দেয়ার  আহবান জানান।
এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, আশা এর বান্দরবান শাখার সিনিয়র বাঞ্চ ম্যানেজার মো.নুরুল আবছার, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সমীর সেন, বিএম মানস চৌধুরী, সিনিয়র আর এম সৈয়দ মোর্শেদুল আলমসহ বিভিন্ন এনজি সংস্থার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বেসরকারী উন্নয়ন সংস্থা আশা বান্দরবানে তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আর ২০২৩সালে ও বান্দরবানের শীতার্থ জনগণকে বিনামুল্যে প্রদানের জন্য বান্দরবান জেলা প্রশাসনকে ৩শত ৮০পিচ শীতবস্ত্র (কম্বল)প্রদান করেছিল। আশা এর এমন মানবিক কার্যক্রমে সাধারণ জনগণ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। সর্বশেষ ১৮নভেম্বর আশা এর আয়োজনে বান্দরবান সদরের উজানী পাড়ায় আশা বান্দরবান সদর বাঞ্চের অফিস প্রাঙ্গনে সাধারণ রোগীদের ৩দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা আর ওষুধ প্রদান করা হয়।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions