শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৩১:১৩ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ১০:৪৬:৫৬  |  ৬০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে ১০ দফা বাস্তবায়নের দাবিতে  রাঙামাটিতে পদযাত্রা করেছে জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। সকাল ১১টায় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

পদযাত্রার শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবে রহমান শামীম। এছাড়া কেন্দ্রীয় বিএনপির সহ উপজাতীয় ও ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং পদযাত্রায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, দেশে গনতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। দেশের মানুষ না খেয়ে মরছে আর সরকার দ্রব্যমুল্যর দাম প্রতিদিন বাড়িয়ে চলছে। দ্রব্যমুল্যর দাম নিয়ন্ত্রনে সরকারের কোন নজরদারি নেই। উল্টো সরকারের লোকজন বিদেশে হাজার হাজার কোটি পাচার করছে।

বক্তারা আরো বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, তাই নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে  নির্বাচনের দেয়ার দাবি জানান বক্তারা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions