শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে শহরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:৪২:৩৪ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৪:০৪:০৯  |  ১০১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের বনরুপার ফরেষ্ট কলোনীর কবরস্থানের পাশে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুুরিকাঘাতে এক যুবক  নিহত হয়েছে। তার নাম ইজাজুল হক রাব্বি(২৮)। এসময় বাঁধা দিতে গিয়ে ১জন আহত হয়েছেন। আজ  শনিবার সকালের দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রাঙামাটি শহরের বনরুপার ফরেষ্ট কলোনীর কবরস্থানের পাশে গতকাল শনিবার ভোর ৪টার দিকে নিহত ইজাজুল হক রাব্বির সাথে তার এক বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে বুকের বাম পাশে  এলোপাতাড়ি  ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে রাব্বির মারা যান। এসময় দুর্বৃত্তদের বাঁধা দিতে গিয়ে বনরুপা বাজারের নৈশ প্রহরী আমীর হোসেনকে পিঠে ছুরিকাঘাত করলে তিনি আহত হন। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালের দিকে পথচারীরা রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহত রাব্বির বাবা মোজাম্মেল হক বনরুপা বাজার এলাকার প্রগতি সু নামে একটি জুতার দোকান রয়েছে। তবে কি কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

আহত নৈশ প্রহরী আমীর(৪০) হোসেন জানান, বনরুপার আইসিআর শপিং কমপ্লেক্সের ভেতরে রাব্বি তার জুতার দোকানে ঘুমাচ্ছিল। এসময় তার এক অপরিচিত লোক তাকে ডাকলে সে বাইরে বের হলে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে তা দেখে তাদের  মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়ার পর ওই অপরিচিত ছেলেটি চলে যায় এবং পরে  কোথায় থেকে ছুরি নিয়ে এসে রাব্বির উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় তিনি বাঁধা দিতে গিয়ে তাকেও পিঠে ছুটি মারে।

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আমীন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।  তবে যারা রাব্বিকে ছুরিকাঘাত করে  হত্যা করেছে তারা তার পূর্বের পরিচিত বলে ধারনা করা হচ্ছে। কি কারণে তাকে হত্যা করেছে পুলিশ তদন্ত করে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা করছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত  থানায় কোন অভিযোগ বা মামলা করতে আসেননি।     


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions