শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

রাঙামাটির বালুখালীতে সোলার হোম সিষ্টেম প্যানেল বিতরণ

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৪০:৩৮ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৮:০৪:০৮  |  ৫২২
সিএইচটি টুডে ডট কম,  রাঙামাটি। রাঙামাটি সদর উপজেলার ৬ নং বালুখালী ইউনিয়নে আজ শুক্রবার বিনামূল্যে সোলার বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বালুখালীতে আজ ৩০৬জনকে এবং আগামীকাল ৩৩৩জন মোট ৬৩৯ সুবিধাভোগী পরিবারের মাঝে সোলার বিতরণ করা হবে।

শুক্রবার সকালে বালুখালীর মরিচ্যাবিল বেসরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়ানাধীন "পার্বত্য চট্টগ্রামের প্রত্যান্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়" শীর্ষক প্রকল্পের আওয়াতায় ৩০৬জন সুবিধাভোগীর মাঝে সোলার প্যানেল তুলে দেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর  উশেসিং।

সোলার প্যানেল বিতরণ ও আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন(যুগ্ম সচিব)  ইফতেখার আহমেদ,  সোলার প্রকল্পের উপ সচিব হারুন অর রশিদ, বোর্ডের উপ সচিব জসিম উদ্দিন, , সদর উপজেলা চেয়ারম্যান শীহদুজ্জামান মহসীন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমীন ও ৬ নং বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৬ নং বালুখালী ইউনিয়নের কার্বারী রঞ্জিত তঞ্চঙ্গ্যা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা।

উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, সুবিধাভোগীদের মাঝে ১০০ ওয়াটের একটি সোলার প্যানেল, চারটি এলইডি লাইটসহ যাবতীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এ সোলারের মাধ্যমে একটি টেলিভিশন, মোবাইল চার্জ, শিক্ষার্থীদের লেখা পড়াসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

প্রধান অতিথির বক্তব্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর  উশেসিং বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে বসবাসরত বিদ্যুত থেকে বঞ্চিত মানুষের চিন্তা করে পার্বত্যবাসীদের জন্য বিনামূল্যে সোলার বিতরণ কার্যক্রম উদ্যোগ নিয়েছে। যা ১ হাজার কোটি টাকা ব্যায়ে পাহাড়ে সোলার বিতরণ করা হবে। যে এলাকায় সোলার বিতরণ হবে সে এলাকার সমস্ত পরিবার এ সুবিধা ভোগ করবে। আর পার্বত্য চট্টগ্রাম চুক্তির কারণে পাহাড়ে এসব উন্নয়ন সম্ভব হচ্ছে|

পার্বত্যমন্ত্রী  আরও বলেন, প্রধানমন্ত্রী মিথ্যা আশ্বাস দিয়ে আওয়ামীলীগ সরকার জনগনকে ভুলায় না। যা সুবিধা দেওয়ার ক্ষমতা থাকে তাই দেয়ার ঘোষণা দেয়।'


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions