শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

লংগদুতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৩৮:০২ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১২:৫৫:৫৭  |  ৪৭৬

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)'সাধারণ জনগণ না খেয়ে মরে সরকার কি করে, শিক্ষানীতি বাতিল করো"- শ্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ-গ্যাস দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে রাঙামাটির লংগদুতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ইসলামী আন্দোলন লংগদু উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের মধ্যবর্তী স্থানে প্রতিবাদ সভা করেন। 

 

এতে লংগদু উপজেলা শাখা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মীর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন লংগদু শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর

 

সময় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার অনৈতিক অবস্থা বাতিল করতে হবে, না হয় দেশে বড় ধরনের আন্দোলনে নামবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়াও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে করতে সরকারকে আহ্বান করেন বক্তারা

 

উল্লেখ্য যে, ইসলামী আন্দোলন উদ্যোগে বাংলাদেশে প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভার অংশ হিসেবে লংগদু উপজেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেন

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions