শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

জুরাছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি উপজেলাবাসীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:৫৯:০৩ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০২:১৯:০৪  |  ৫৩৬

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদা পূর্ণ ভাবগাম্ভীর্য সহকারে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমেমহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসপালন করেছে

 

অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন

 

রাত ১২টা এক মিনিটে প্রথমে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সময় অমর একুশের কালজয়ী গানআমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ বাজানো হয়। উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের পুষ্পস্তবক অর্পণ শেষে থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পর্যায়ে ক্রমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি  প্রর্বতক চাকমা সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমার নেতৃত্বে দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ, কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেমসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা তাদের আত্মার মাগফেরাত কামনা করেন সবাই

 

সময় ভাইস চেয়ারম্যান রিটন চাকমামহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমাজুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমাউপজেলা প্রকৌশলী মোঃ মতিউর রহমানপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টটর মোঃ মরশেদুল আলম উপস্থিত ছিলেন 
রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions