কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি ( রাঙমাটি)। বিলাইছড়িতে যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার ) সকল ১০ টায় উপজেলা প্রশাসন ও শিল্প কলা একাডেমির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে মধ্যে রাত ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মধ্যে দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতা - নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।এবং অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, উপজেলা কৃষি অফিসার শাহাদত হোসেন, বীর মুক্তি যোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুপময় চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ বখতেয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন ও বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কান্তি দে সহ প্রায় দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণ।
বক্তারা বলেন,ভাষা হলো জাতির মেরুদণ্ড। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথিবীর সকল মানুষের বা সম্প্রদায়ে ভাষা স্বীকৃতির কথা উল্লেখ করা হয়েছে। তাই দক্ষ শিক্ষক দিয়ে বাংলা ভাষার পাশাপাশি দেশে স্ব- স্ব জাতির মাতৃভাষা চালু করার আহ্বান জানান ।
অন্যদিকে, শহীদ মিনার ঘিরে কড়া নিরাপত্তায় দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।