কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় লংগদু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল পর্যায়ের সংগঠনকে সু-সংগঠিত করার লক্ষ্যে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাদেক হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আনিছ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বগাচতর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মনির হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম ও বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান মানিক ও হাজী মো. দিদারুল আলম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রাশেদ ও লিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক কার্তিক দে প্রমুখ।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয় করতে তৃণমূল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে আরো সুসংগঠিত ও শক্তিশালী হতে হবে। নতুন করে সংগঠনের তৃণমূলের কমিটি নবায়নের প্রক্রিয়া শুরু হবে। আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে তৃণমূল ও অঙ্গ সংগঠনের ভূমিকা অতুলনীয়।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃকর্মী উপস্থিত ছিলেন।