কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি ( রাঙামাটি)। বিলাইছড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্ব- স্ব মাতৃভাষা নিয়ে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন,রচনা ও সুন্দর হাতের লেখাসহ অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ ফেব্রুয়ারি ( সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে হলরুমে বিভিন্ন বিদ্যালয় ও শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুপময় চাকমা,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, প্রধান শিক্ষক রুপসী বিশ্বাস, রঞ্জন তঞ্চঙ্গ্যা,পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা,ইয়াসমিন বেগম, জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও সিনিয়র শিক্ষক মোনালিসা পাংখোয়া, মনিষা দেওয়ান, বিপ্লব বড়ুয়া এবং সুমী চক্রবর্তী প্রমূখ।