কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দির জালিয়া পাড়ায় ২ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রাচীনতম ধর্মীয় উৎসব শিবচতুর্দশী পূজা অনুষ্ঠিত হয় গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে। শিবচতুর্দশী ব্রত উপলক্ষে এই উৎসবের আয়োজন করেন শিবচতুর্দশী পূজার মন্দির পরিচালনা কমিটি।
ওইদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে শিব পূজার মধ্য দিয়ে ২ দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হলেও মূলত রবিবার (১৯ ফেব্রুয়ারি) মূল অনুষ্ঠানকে ঘিরে দূর দূরান্ত থেকে পূর্ণ্যার্থীদের ঢল নামে। এ সময় ভক্তরা শিব মন্দিরে শিবস্নান, মাইনী নদীতে স্নানের মাধ্যমে পাপমোচন, ঐতিহাসিক শিব মন্দির ও বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন এবং পূজা অর্চনার মাধ্যমে মঙ্গল কামনা করেন।
এইদিন সকালে গঙ্গা আহবান, মাতৃঘট স্থাপন, বিশ্ব শান্তি গীতাযজ্ঞ এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গীতাযজ্ঞ পরিচালনা করেন মন্দিরের পুরোহিতগণ।
পূজা পরিচালনা কমিটির সভাপতি টিটু শীলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু দয়াময় চক্রবর্তীর উপস্থাপনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন প্রমুখ।
মন্দিরে আগত শতবর্ষী ভক্ত সুস্নিতা সুমি সহ অনেকে জানান, আমরা পুর্বপুরুষের মঙ্গল কামনা, নিজের এবং পরিবারের মঙ্গল কামনা করতে আজকে এই পূণ্য তীর্থ স্থান দর্শন করতে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে।
মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, ঐতিহাসিক এই শিব চতুর্দশীব্রত উপলক্ষে আজকে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে। এটা একটি ঐতিহাসিক তীর্থ স্থান।
আরও বলেন, প্রাগতৈহাসিক যুগের অপূর্ব নির্দশন রয়েছে এই মন্দিরে। এখানে শিবচতুর্দশীব্রত উপলক্ষে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে। আমি এটাকে ঐতিহাসিক তীর্থস্থান ঘোষণা করার দাবি জানাই।