কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলায় ব্র্যাক ব্যাংক লংগদু এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় গুলশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু নাছির এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, চট্টগ্রাম রিজিওন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের রিজিওন ম্যানেজার কফিল উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংক লংগদু শাখার প্রোপাইটর ও আউটলেটর তরিকুল ইসলাম তারার উপস্থাপনায় বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলে একসময় ব্যাংকিং সেবা স্বপ্নের মতো ছিল। দেশ আধুনিকায়নে সকল সেবার পাশাপাশি ব্যাংকিং সেবাও এখন হাতের নাগালে। বক্তারা এসময় উদ্বোধনী শাখার সফলতা কামনা করেন।